CMS Not Connected

মোঃ গোলাম সরওয়ার

সভাপতি

ঐতিহ্যবাহী পাবনা একটি স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পাবনা ক্যাডেট কলেজ । এরই অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ও পরিচালিত এ জনপদের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের কথা মাথায় রেখে গড়ে উঠেছে এ একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান । পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল ইতোমধ্যে পাবনা জেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মাথা উঁচু করে দাড়াতে সক্ষম হয়েছে । হাজার ১৯৯১ সালে এ প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে কিন্টারগার্ডেন হিসেবে। হাটি হাটি পা পা করে দীর্ঘ প্রায় তিন দশকের পথচলায় এ প্রতিষ্ঠানটি ২০১০ সালে মাধ্যমিক স্তরে হয়েছে। প্রথমে এ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ এ কলেজেরই ১ জন উচ্চ শিক্ষিত শিক্ষানুরাগী অনুষদ সদস্য পত্নী মোছাম্মদ লুৎফুন নাহার। তদানীন্তন ক্যাডেট কলেজের শিক্ষানুরাগী অধ্যাক্ষ জনাব আশরাফ আলীর সহায়তায় ক্যাডেট কলেজের কোয়ার্টারে একটি ফ্ল্যাটে এর পাঠ কার্যক্রম শুরু হয় । ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে তার দক্ষ প্রতিষ্ঠানটি হয়ে ওঠে এ অঞ্চলের একটি অনন্য শিক্ষা প্রতিঠান। প্রতিষ্ঠা লগ্ন থেকে পরপর চার জন দক্ষ প্রধান শিক্ষকের সাধনার পরে জনাব মোঃ ইসকান্দার আলী ২০০৪ সালে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন । তিনি তার মেধা ও মননশীলতার দ্বারা প্রতিষ্ঠানটি সুচারুরূপে পরিচালনার মাধ্যমে পাবনা জেলার অন্যতম আদর্শ শিক্ষা রূপে তিলে তিলে গড়ে তোলেন এটি । এ প্রতিষ্ঠানের পিইসি , জেএসসি ও এসএসসি প্রতি বছরের সাফল্য অত্যন্ত সন্তোষজনক ।

আমি এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর মান বৃদ্ধি ও উত্তম সাফল্য কামনা করছি ।

মোঃ মনিরুল ইসলাম

সচিব

ঐতিহ্যবাহী পাবনা জেলার একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান পাবনা ক্যাডেট কলেজ। এরই অঙ্গ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ও পরিচালিত এ জনপদের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের এবং পাবনা ক্যাডেট কলেজের কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের কথা মাথায় রেখে গড়ে উঠেছে এ জেলার ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠান পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল যা ইতোমধ্যে পাবনা জেলার অনেক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে। এই স্কুলের সুরম্য অট্টালিকা দর্শক গভীর আগ্রহ সৃষ্টি করে। পাখি ডাকা ও ছায়া ঢাকা নয়নাভিরাম বিদ্যালয়টি উন্নয়নে পর্ষদ নিবেদিত প্রাণে কাজ করে চলেছে স্কুলের প্রশস্ত মাঠটি ছাত্র-ছাত্রীদের প্রতিদিনের কুচকাওয়াজ খেলাধুলার জন্য ব্যবহৃত হয়ে আসছে।


আমি স্কুলের গগনচুম্বী উন্নতি কামনা করছি।

মোঃ এসকেন্দার আলী

প্রধান শিক্ষক

পাবনা ক্যাডেট কলেজ কতৃক পরিচালিত পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল সমগ্র পাবনা অঞ্চলের মানুষের ভালোবাসা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছ । " ঊষর মরুর ধূসর বুকে একটি যদি পাহাড় গড় , একটি মানুষকে মানুষ করা তার চাইতে অনেক বড় " । মানুষ গড়ার এ মূলমন্ত্রটি কার্যে পরিণত করে চলেছে এ শিক্ষা প্রতিষ্ঠানটি । সন্তান জন্মদান করেন মা-বাবা , পালন ও করেন তারাই । সন্তান সাধারণত পরিবার সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান হতে জ্ঞান আহরণ করে । নৈতিক ও মানবিক চরিত্র গঠনে শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নিয়ামকের ভূমিকা পালন করে । স্কুলটি পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুল শিক্ষার্থীদের জ্ঞান অর্জন , তাদের চারিত্রিক বিকাশ সাধন ও আদর্শ ব্যক্তিত্ব রূপে গড়ে তোলার ক্ষেত্রকে উর্বর করার মাধ্যমে যেমন সুনাগরিক ও সামাজিক মানুষে পরিণত করে তেমনি তাদের কলেজ বিশ্ববিদ্যালয় উচ্চতর শিক্ষা গ্রহণের ভিত্তিও মজবুত করে দেয়। মূলত এ প্রতিষ্ঠানটি কোমলমতি শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে উজ্জীবিত করে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছে। শিক্ষার্থীদের মেধা ঘটিয়ে তাদের কাঙ্ক্ষিত সাফল্যের স্বর্ণ চূড়ায় পৌঁছানোর পথে মহিমান্বিত স্কুল পরিচালনা পর্ষদ , তীক্ষ্ণ মেধাসম্পন্ন শিক্ষকবৃন্দ সকল শুভানুধ্যায়ী সার্থকভাবে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন ।


আমি এই বিদ্যালয়ের অভূতপূর্ব সাফল্য কামনা করছি ।

যোগাযোগ